বন্ধুকে পাথর মেরে শিক্ষা দিতে চেয়েছিল ১১ বছরের এক শিশু। সেই পাথর লক্ষ্যভ্রষ্ট আঘাত হানে ট্রেনের একটি জানালায়। আর এ অভিযোগে আটক করা হয় শিশুকে। আটক হওয়া ওই শিশুর বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। অভয়নগর উপজেলার মোয়াল্লেন তলায় বসবাস করে ওই শিশু। বর্তমানে রেলওয়ে থানায় আটক আছে শিশুটি।
খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ জানান, বেনাপোল থেকে খুলনা গামী বন্ধন এক্সপ্রেস দুপুর ১ টা ২ মিনিটের দিকে বেজেরডাঙ্গা শেষ সীমানায় পৌছায়। এ সময়ে আটক হওয়া ওই শিশুটি তার অপর বন্ধুকে পাথর নিক্ষেপ করে শিক্ষা দিতে চায়।
বন্ধুকে লক্ষ্য করে একটি পাথরও মারে সে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট্য হয়ে বন্ধন এক্সপ্রেসের জানালায় গিয়ে লাগে। তাতে জানালার গ্লাস ভেঙ্গে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ওই শিশুটিকে আটক করা হয়। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।