ভাড়া বৃদ্ধির দাবিতে ২২ অক্টোবর সকাল থেকে রূপসা ঘাট ২৪ ঘন্টার জন্য বন্ধ থাকার ঘোষণা দেওয়া হলেও ২১ অক্টোবর রাত পৌনে ৯টায় রাজনৈতিক চাপে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ঘাট মাঝি সংঘ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে ঘাট পারাপারের সাধারণ মানুষ।
আরও পড়ুন: ভাড়া বৃদ্ধির দাবিতে শনিবার রূপসা ঘাট পারাপার বন্ধের ঘোষণা
রূপসা ঘাট দিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার মানুষ পারাপার হয়ে থাকে। হঠাৎ ঘাট পারাপার বন্ধ হয়ে যাওয়ায় পারাপারের এসব মানুষের দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে রোগী নিয়ে পারাপারের সাধারণ মানুষ সব থেকে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে।
এর আগে মাঝি সংঘের সভাপতি মোঃ রেজা ব্যাপারী বলেন, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির কারণে সকল পরিবহনের ভাড়া বেড়েছে। এমনকি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। অথচ নানা প্রতিকূলতার কারণে রূপসা ঘাটের ট্রলার ভাড়া বাড়েনি। তাই আমার যাত্রী প্রতি এক টাকা ভাড়া বৃদ্ধির দাবিতে ২২ অক্টোবর ২৪ ঘন্টার জন্য ঘাট পারাপার বন্ধের ঘোষণা দিয়েছি।
খুলনা গেজেট/ টি আই