খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
খুলনার সমাবেশে প্রধান অতিথি ড. মঈন খান

গোটাদেশ আজ কারাগারে পরিণত হয়েছে : বিএনপি

গেজেট ডেস্ক

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা হারানো ভয়ে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে গায়েবী মামলায় হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দি করে রেখেছে। গোটাদেশ আজ কারাগারে পরিণত হয়েছে। জনবিচ্ছিন্ন সরকার অবিলম্বে গণআন্দোলনের মুখে পালাতে বাধ্য হবে।

বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিএনপি কার্যালয়ে ‘আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ’ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ মার্চ শনিবার মহানগরে বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

এড. মনা বলেন, আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই। বিএনপি এ সরকারের অধীনে, হাসিনা সরকারের অধীনে, এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবে না। আমরা ১০ দফা দাবি দিয়েছি। সেখানে আমরা উল্লেখ করেছি সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা ক্ষমতা হারানোর ভয়ে আবোল তাবোল বলতে শুরু করেছে। তারা খেই হারিয়ে সভা-সমাবেশে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে বিষোদগার করছেন। বিএনপির চলমান শান্তিপুর্ণ কর্মসুচিতেও তারা অজানা আতঙ্কে থাকে। নিজেদের ছায়া দেখলেও তারা আতঁকে ওঠে। ১৮ মার্চ খুলনা মহানগরের সমাবেশ হবে শতভাগ শান্তিপ্রিয়। শান্তিপুর্ণ সমাবেশ সফল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানানো হয়।

সভা থেকে সমাবেশ সফল করতে খুলনাবাসি সহ খুলনা মহানগর বিএনপির সকল থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। ১৮ মার্চের মহানগর বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিশেষ অতিথি থাকবেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা স. ম. আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, আব্দুর রাজ্জাক, সাহিনুল ইসলাম পাখি, মুরশিদ কামাল, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ , কাজী মিজানুর রহমান, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন তারিকুল ইসলাম, শরিফুল আনাম, শেখ জামাল উদ্দিন, মো. আব্দুল হালিম, আবু সাইদ হাওলাদার আব্বাস, আব্দুস সালাম, তারিকুল ইসলাম, মো. জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি প্রমূখ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!