খুলনার রূপসায় দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা সাড়ে ৪ একর সরকারী খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার ( ৪ জানুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে রূপসাস্থ খানকা মৌজা থেকে প্রায় ২ একর ও যুগিহাটী থেকে আড়াই একর সরকারী খাস জমি উদ্ধার করে লাল পতাকা টাঙ্গিয়ে চিহ্নিত করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার খুলনা গেজেটকে বলেন, পর্যায়ক্রমে সরকারী নির্দেশনা মোতাবেক ইটভাটাসহ সকল সরকারী খাসজমি দখলমুক্ত করা হবে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনা মোতাবেক এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, এসব জমিতে ভূমি ও গৃহহীনদের ঘর তৈরিতে ব্যবহার করা হবে।
উল্লেখ্য এর আগে ৭ ডিসেম্বর দীর্ঘদিন যাবৎ ইটভাটা মালিকদের দখলে থাকা ১০ একর সরকারী খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
খুলনা গেজেট/ টি আই