খুলনা, বাংলাদেশ | ২৯ মাঘ, ১৪৩১ | ১২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  যতদিন ডেভিল থাকবে ততদিন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম ১০ দিনের রিমান্ডে

গদখালির ফুলচাষের জনক শের আলীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের গদখালীর ফুলচাষের জনক শের আলী সরদার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

১৯৮২ সালে প্রথম তার হাত ধরে গদখালী-পানিসারা গ্রামে ফুল চাষ শুরু হয়। আর সেই গদখালী আজ ফুলের রাজধানী হিসেবে সারাদেশে খ্যাতি লাভ করেছে।

শের আলী সরদার মাত্র এক বিঘা জমিতে চাষ দিয়ে শুরু করেন ফুল চাষের যাত্রা। বর্তমানে হাজার হাজার বিঘা জমিতে ফুলের চাষ হয় গদখালী এলাকায়। মূলত তার হাত ধরেই যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ফুলের রাজ্য হিসাবে গড়ে উঠতে শুরু করে।

বাংলাদেশের যশোরকে ফুলের রাজধানী হিসাবে গড়ার কারিগর শের আলী বুধবার ভোরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে এই ফুল প্রেমীর বয়স ছিল (৭০) বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।

এদিন জোহরবাদ নিজ বাড়িতে প্রথম ও আসরবাদ হাড়িয়া ফুল মোড়ে দ্বিতীয় নামাজে জানাজা শেযে তার নিজস্ব অর্থায়নে নির্মিত মসজিদের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!