খুলনা মহানগর বিএনপি আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, গুম হওয়া পরিবারের কান্না দেখলে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে প্রতিটি গুমের বিচার হবে।
বুধবার (৩০ আগস্ট) গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর বিএনপি সভাপতি বলেন, সরকারের রোষানলে পড়ে যারাই খুন হয়েছেন, গুম হয়েছেন তারা সকলেই গণতন্ত্রের সৈনিক। তাদের অপরাধ ছিলো তারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে রাজপথে নেমেছিলেন। গুম-খুন করে জোর-জবরানে চিরদিন ক্ষমতায় থাকা যায় না। চলমান একদফা আন্দোলনেই সরকারের পতন হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু, স ম আ রহমান, খান জুলফিকার আলী জুলু, এস এ রহমান বাবুল, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান প্রমূখ।
বিকেল ৪টার পর থেকেই বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মৌনমিছিল সহকারে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন। সংক্ষিপ্ত সমাবেশে চলাকালে নেতাকর্মীদের মুহুমুহু স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মৌন মিছিলটি শুরু হয়ে খুলনা কালেক্টর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
খুলনা গেজেট/এইচ