খুলনা সোসাইটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর একটি আভিজাত রেস্তোরায় কেক কাটার মধ্যদিয়ে তৃতীয়বর্ষে পদার্পণ করে সংগঠনটি।
খুলনা সোসাইটির চেয়ারম্যান এসএম সোহেল ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব এসএম শফিকুল আলম বিল্পবের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় অতিথি ছিলেন মহানগর জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব মোল্লা শওকত হোসেন বাবুল, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মাহাবুব আলম, রোটারি ক্লাব অব রুপসি খুলনার প্রতিষ্ঠাতা সভাপতি এজাজ আহমেদ সুমন, অধ্যক্ষ অ্যাডভোকেট মির্জা নুরুজ্জামান, সাংবাদিক কাজী মোতাহার রহমান।
সভায় উপস্থিত ছিলেন ছাত্রনেতা কাজী আইনুল মুন, শাহীন আলম, প্রভাষক শেখ রায়হান, নয়ন পাল, ইয়াফেজ ইস্তেহাদ দ্বীপ, মোঃ তারেক হাসান, নাজমুল জোয়াদ্দার, রুবেল ইসলাম, আপু রায়হান আকাশ প্রমুখ।
এছাড়াও শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য চিতিৎসক চয়ন বিশ্বাস, নগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য কাজী সাকিনুর সেতু, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বিষ্ণুপদ সাহাসহ আরও অনেকে।