সেরা অনুসন্ধানী প্রতিবেদন-২০২১ এর জন্য খুলনা বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন কালের কণ্ঠ পত্রিকার খুলনার ব্যুরো নিজস্ব প্রতিবেদক কৌশিক দে।
গেল বছর ‘ উপকূলের জল বেদনা’ শীর্ষক তিন পর্বের প্রতিবেদন জন্য এ পুরস্কার পান। সেরা অনুসন্ধানী প্রতিবেদনে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে দৈনিক মানবজমিনের মাগুরা প্রতিনিধি আলম তুহিন ও বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লা।
মঙ্গলবার বিকালে খুলনার সিএসএস আভা সেন্টারে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সুশাসনের জন্য নাগরিক সুজনের বিভাগীয় সেমিনার শেষে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে সকালে নাগরিক নেতা বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার।
অনলাইনের মাধ্যমে সেমিনারে যুক্ত হন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার ও রুবিনা আক্তারের সঞ্চালনায় বিভিন্ন পর্বে বক্তব্য দেন আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা জিন্নাত আরা আহমেদ, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী, সাংবাদিক তৌফিক আলী, জেষ্ঠ্য সাংবাদিক ও গবেষক গৌরাঙ্গ নন্দী, সুজন জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই খুদা, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আশিনুর রেজা, ও সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।
অনুষ্ঠানে খুলনার ১০টি জেলার সাংবাদিক ও সুজন প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় হাঙ্গার প্রজেক্টের অধীনে সারাদেশে ৩১০জন সাংবাদিককে তথ্য অধিকার আইন, জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইনের ওপর অনলাইন প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সাথে অংশগ্রহণকারী সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের ওপর পুরস্কার দেওয়া হয়।