খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

খুলনা প্রেসক্লাবের এনামুল-টুটুলসহ অন্তর্বরতীকালীন কমিটিকে বিএনপি-জামায়াতের অভিনন্দন

গেজেট ডেস্ক

খুলনা প্রেসক্লাবে স্থায়ী সদস্যদের উপস্থিতিতে সর্বস্মতিক্রমে গঠিত অর্ন্তবরতীকালীন কমিটির আহবায়ক দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক ও সদস্য সচিব দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, অর্ন্তবরতীকালীন কমিটি গঠনের মধ্যদিয়ে খুলনা প্রেসক্লাব জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে। দীর্ঘবছর পর ক্লাবটির নেতৃত্বে পরিবর্তন এলো। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ০৫আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ধাক্কা অন্য প্রতিষ্ঠানের মতো খুলনা প্রেসক্লাবেও লাগে। খুলনার পেশাদার সাংবাদিকদের একটি বৃহৎ অংশের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে। বছরের পর বছর প্রেসক্লাবকে কুক্ষিগত করে রাখা আগের কমিটি বাতিল করে একটি অন্তর্বরতীকালীন কমিটি গঠন করা হয়েছে।

তারা আশাবাদ প্রকাশ করে বলেন, সব আঁধার কাটিয়ে, গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে ক্লাবের শক্তিশালী এবং আদর্শবাদী কমিটি গঠন হবে এবং প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে। নবগঠিত নেতৃত্বের গতিশীল নেতৃত্বে খুলনা প্রেসক্লাব তার হারানো ঐতিহ্য লালন করে জনগণের বিশ্বাস, আস্থা ও ভরসার প্রতীক হবে।

বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

অপরদিকে খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক দৈনিক ইত্তেফাক এর খুলনা অফিস প্রধান এনামুল হক এবং সদস্য সচিব দিগন্ত টিভির খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলসহ মনোনীত সাত সদস্যকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর খুলনা প্রেসক্লাবকে পুর্নগঠন করতে ক্লাবের সদস্যরা যে অন্তবর্তীকালীন কমিটি গঠনের মাধ্যমে অতীতের ন্যায় খুলনা প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষা করতে হবে।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম।

নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। খুলনা প্রেসক্লাব নেতৃবন্দ এ সব ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নেতৃবৃন্দ আশা করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নেতৃবৃন্দ তাদের কর্মময় জীবনের সফলতা এবং তাদের সুস্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা করছেন।- খবর বিজ্ঞপ্তির।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!