আগামী ১০ জানুয়ারি ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিট কমিটি গঠন করে নির্বাচনের প্রস্তুতি নেবে মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনমূখী একটি রাজনৈতিক দল। বিশ্বের ঐতিহাসিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ অন্যতম একটি রাজনৈতিক দল। দলটি ৭৩ বছর অতিক্রম করতে চলেছে। বিশ্বের অনেক দল এত বছরে নিঃশেষ হওয়ার ইতিহাসও রয়েছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় অনেক গভীর বিধায় আজো দুর্দান্ত যৌবন নিয়ে মানুষের মাঝে সেবা করে আসছে। তিনি বলেন, তৃণমূলের শক্তিই আওয়ামী লীগের শক্তি। সেই তৃণমূলের সংগঠনকে সুসংগঠিত করতে সকলকে তৎপর হতে হবে। ১০ই জানুয়ারি থেকে সকল ওয়ার্ডের সকল ইউনিট কমিটি গঠন করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ বিরোধী বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে ইউনিট কমিটি গঠনের কোন বিকল্প নেই। সুতরাং বিএনপির দাঁতভাঙ্গা জবাব দিতে আপনাদের প্রস্তুত হতে হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ ইউনুস আলী, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, নুর মোহাম্মদ শেখ, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়ার রহমান শুনু, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর এইচ এম ডালিম, কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর মনিরা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ আবিদ উল্লাহ, কাজী এনায়েত আলী আলো, বাবুল সরদার বাদল, শেখ আব্দুল আজিজ, শেখ ইকবাল হোসেন, মো. মফিজুর রহমান, খান হাফিজুর রহমান, শেখ মফিজর রহমান হিরু, এস এম খসরুল আলম, আব্দুল হাই পলাশ, এ্যাড. মো. ফারুক হোসেন, মো. সফিউল্লাহ, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রউফ মোড়ল, সৈয়দ হাসিবুর রশীদ, মনিরুল ইসলাম তরফদার, কাজী জাকারিয়া রিপন, মো. জিয়াউর রহমান, শেখ হাসান ইফতেখার চালু, শেখ আব্দুল হক, মীর মো. লিটন, মোল্লা হাওদার আলী, মো. মাকসুদ হাসান পিকু, মো. আবু জাফর, মো. জাফর ইকবাল মিলন, এ্যাড. শামীম মোশাররফ, শেখ এশারুল হক, মো. ফয়েজুল ইসলাম টিটো, ওহিদুল ইসলাম পলাশ, মুন্সি মো. সেলিম হোসেন, মো. শিহাব উদ্দিন, রেজাউল শেখ, শেখ আসলাম আলী, সৈয়দ কিসমত আলী, খ ম লিয়াকত আলী, এস এম মনিরুজ্জামান মুকুল, মোড়ল হাবিবুর রহমান, মো. জাকির হোসেন, শেখ ওহিদুজ্জামান ওহিদ, মো. হারুনুর রশীদ, মীর মো. লিটন প্রমুখ।
খুলনা গেজেট/কেডি