খুলনায় করোনায় মো. লিয়াকত (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় খুলনা ডেডিকেটেড ২০০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে গত ২৫ জুলাই একজনের মৃত্যু হয়েছিল।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে গোপালগঞ্জের বাসিন্দা লিয়াকত নামে একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ১২ জন রোগী ভর্তি ছিলেন। এরমধ্যে আইসিইউ ও এইচডিইউতে একজন ও ইয়ালো জোনে ১১ জন চিকিৎসাধীন রয়েছে।