খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
  খুলনাসহ ২৫ জেলার সব স্কুল-কলেজ আজ বন্ধ
  ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৯ জনের মৃত্যু, নিখোঁজ ৬৮
করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসায় 

খুলনা অঞ্চলকে জরুরী অবস্থা ঘোষণার দাবি মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে করোনা রোগীর চিকিৎসায় অবিলম্বে সেনাবাহিনীর মেডিকেল কোর নিযুক্তির মাধ্যমে জনগণকে রক্ষায় জরুরী পদক্ষেপ গ্রহণের আবারো দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, অবিলম্বে খুলনা অঞ্চলকে জরুরী অবস্থা ঘোষণা করে করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগের মাধ্যমে উদ্বেগ উৎকণ্ঠা ও নিরাপদহীন খুলনার জনগণকে রক্ষা করতে হবে। শুধুমাত্র লকডাউন নয়, প্রয়োজন আক্রান্তদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা।

সোমবার (৫ জুলাই) দুপুরে বিএনপির কলসেন্টারে গ্যাস সিলিন্ডার গ্রহণকালে তিনি এ আহবান জানান। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপি পরিচালিত কল সেন্টারে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান রূপসা উপজেলার আইচগাতির ব্যবসায়ী আহাদ খান। এনিয়ে বিএনপি পরিচালিত খুলনা কল সেন্টারে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা দাঁড়ালো ২৪টি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, উপদেষ্টা জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম লিটন ও মো. শফিউল্লাহসহ অনেকে। প্রেস রিলিজ।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!