শীতের দাপট কমতে শুরু করেছে। রোববারের মধ্যে খুলনার বিভিন্ন স্থানে বয়ে চলা শৈত্যপ্রবাহ অনেকটাই কমে আসবে। তাপমাত্রা বাড়তে থাকবে। তবে আগামী চার থেকে পাঁচ দিন পর আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।
খুলনা আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে খুলনার চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শীতের তীব্রতা আগামী সোমবারের মধ্যে কমে আসবে। এরপরে খুলনাঞ্চলে শীত কমে আগামী চার দিনের ব্যবধানে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। শনিবার (২ জানুয়ারি) খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এরমধ্যে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার খুলনাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। রোববারও (৩ জানুয়ারি) সর্বনিম্ন ১২ ডিগ্রি তাপমাত্রা থাকবে। এরপর থেকে তাপমাত্রা বেড়ে শীত কমতে থাকবে। এভাবে থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সে অনুসারে সোম ও মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি।
এ ব্যাপারে জানতে চাইলে খুলনা আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ সন্ধ্যায় খুলনা গেজেটকে বলেন, কাল ও পরশুর মধ্যে বেশির ভাগ এলাকার শীত কিছুটা কমবে, সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। আগামী সোমবার তা আরও বাড়তে পারে। তারপর আগামী সপ্তাহ থেকে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
খুলনা গেজেট / এআর