খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
  ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন

খুলনায় মনজেল হত্যা মামলায় দু’জ‌নের যাবজ্জীবন, খালাস ৭

নিজস্ব প্রতি‌বেদক

খুলনার ১ নং আটরা গিলাতলা ৪ নং ওয়ার্ড ইউ‌পি সদস্য মনজেল শিকদার হত্যা মামলায় দু’জন‌কে যাবজ্জীবন কারাদন্ড দি‌য়ে‌ছেন আদালত। একই স‌ঙ্গে তা‌দের ২০ হাজার টাকা জ‌রিমানাসহ অনাদা‌য়ে আরও এক বছ‌রের সশ্রম কারাদন্ড দেওয়া হ‌য়ে‌ছে। এ মামলার অপর সাত আসা‌মির বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ প্রমাণ কর‌তে ব‌্যর্থ হওয়ায় তা‌দের খালাস দেওয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার(২২ ফেব্রুয়ারি) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ ও বীরেন্দ্র নাথ সাহা।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো খানজাহান আলী থানাধীন গিলেতলা ফকিরপাড়ার হামিদ সরদারের ছেলে শহিদুল ইসলাম তালুক ও একই এলাকার মান্নান মোল্লার ছেলে সাব্বির আল খালিদ মিলু।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৩ মে বিকেল চারটার দিকে মনজেল মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন রাত দশটার দিকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে খুলনা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরেরদিন নিহতের বাবা হাড়ের শিকদার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ক‌য়েকজন আসা‌মি‌কে গ্রেপ্তার ক‌রে। এরম‌ধ্যে শ‌হিদুল ইসলাম তালুক ও সা‌ব্বির আল খা‌লিদ মিলু নি‌জে‌দের সম্পৃক্ততার কথা স্বীকার ক‌রে আদাল‌তে জবানবন্দি দেয়।

পরবর্তীতে জানা যায়, নিহত মন‌জেল আলিম জুট মিলের সিবিএ নির্বাচনে হাবিবুর রহমানের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রতিদ্বন্দ্বি হাবিবুর তাকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকিও দেয়।

সিআইডির পুলিশ পরিদর্শক ২০১৪ সালের ১৭ নভেম্বর ৯ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারকা‌লে মোট ১৫ জন আদাল‌তে সাক্ষ্য প্রদান ক‌রেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!