খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

খুলনায় বিএনপির পদযাত্রা ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বিএনপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ ও পদযাত্রার আয়োজন করে খুলনা জেলা বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাসের দাম কমানোর দাবি করেছিলাম। এই সরকারের বিরুদ্ধে চুড়ান্ত লড়াাইয়ের মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ ফিরিয়ে আনতে হবে। সংবাদপত্রের স্বাধীনতাকে বিশ্বাস করে না। একেরপর এক মিডিয়া বন্ধ করে দিয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেয়ে হামলা, হুমকি-ধামকি ও আটক করা হয়েছে। কর্মসূচিতে আসার পথে পথে হামলা করা হয়েছে। কোন বাধা নেতাকর্মীদের দমাতে পারেনি, পারবেও না।

বক্তারা আরও বলেন, জনগণ এই সকারকে ক্ষমতায় দেখতে চায় না। নেতাকর্মীদের আটক করা হয়েছে। দ্রুত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এই দেশে শেখ হাসিনা সরকারের ঠাই নাই। ২০২৩ সালে এই সরকারকে বিদায় করব। সমাবেশে আগামী ৪ মার্চ নগরের ৫ থানায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগর, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ তৈয়েবুর রহমান, নগর মহিলা দলের আজিজা খানম এলিজা, জেলা মহিলা দলের অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, বিএনপি নেতা ইবাদুল হক রুবায়েদ, কেএম আশরাফুল আলম নান্নু, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি ও তাজিম বিশ্বাস।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!