খুলনায় ৩৮ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল তাদের দু’জনকে গগণবাবু রোড সবুরেণনেছা মহিলা ডিগ্রী কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দু’যুবক হলো, দক্ষিন টুটপাড়া সার্কুলার রোড টুটপাড়া পুলিশ ফাঁড়ী এলাকার গাজি এনামুল কবিরের ভাড়াটিয়া মোঃ ওমর আলীর ছেলে রানা শেখ (৩৫) ও শেখপাড়া তেতুলতলা মোড়ের সুলতান কন্ট্রাকটরের ভাড়াটিয়া মোঃ হারুন অর রশিদের ছেলে সোহাগ হোসেন (২৬)।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পুলিশ জানতে পারে যে, বেনাপোল থেকে মটর সাইকেলযোগে দুই যুবক ফেন্সিডিল বিক্রির উদেশ্যে খুলনায় আসছে। রাত পৌনে ১১ টায় জোড়াগেট এলাকায় চেকপোষ্ট বসিয়ে পুলিশ তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মটর সাইকেল চালক দ্রুত গতিতে চেকপোষ্ট অতিক্রম করে পলানোর চেষ্টা করে। পুলিশও পিছু নিয়ে গগণ বাবু রোড সবুরণনেছো মহিলা কলেজের সামনে থেকে তাদের আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তাদের কাছে ফেন্সিডিল রয়েছে। পুলিশ তাদের স্বীকারোক্তি মোতাবেক মটর সাইকেলের ছিটের নীচ থেকে ৩৭ বোতল ফেন্সিডিল ও সোহাগ হোসেন তার কোমর থেকে ১ বোতল ফেন্সিডিল বের করে দেয়। বেনাপোল থেকে বিভিন্ন সময় পাইকারি দরে ফেন্সিডিল ক্রয় করে খুলনায় খুচরা দরে বিক্রি করে বলে তারা জানায়। পরে ওই ঘটনায় খুলনা থানার এসআই বিএম মনিরুজ্জামান বাদী হয়ে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন, যার নং ১৪।
খুলনা গেজেট/ টি আই