খুলনা, বাংলাদেশ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ৬ দফা দাবিতে নগরীতে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের লং-মার্চ, তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী
  গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

খুলনায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৯ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮ সেট তাস এবং নগদ ১৪ হাজার ৬শ’ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেএমপি সূত্র জানিয়েছে, আটককৃতরা হলেন নগরীর টুটপাড়া সরকার পাড়া এলাকার মৃত: লোকমান হাকিমের ছেলে মীর দুলাল হাকিম (৫৫), খালিশপুরের বিআইডিসি রোড এলাকার মৃত: তবিবুর রহমানের ছেলে মোঃ সাকিল আহম্মেদ (২৫), রূপসার যুগীহাটি পশ্চিম পাড়া এলাকার মৃত: শেখ নূরুল হকের ছেলে মোঃ শেখ শাহাজাহান (৪৫), সোনাডাঙ্গার ডাক্তার পাড়া এলাকার মৃত: হারুন শিকদারের ছেলে মোঃ জিয়া শিকদার (৪৪), ডুমুরিয়া উপজেলার শাহপুর এলাকার মৃত: মোকসেদ আলী সরদারের ছেলে এসএম খোরশেদ আলী (৬২), রূপসা বেলায়েত হোসেন সড়ক এলাকার মৃত: মোসলেম শিকদারের ছেলে মোঃ শরিফ শিকদার (২৮), একই উপজেলার সাহস সরদার পাড়া এলাকার মৃত: আঃ লতিফ সরদারের ছেলে মোঃ মুজিবুর রহমান (৪৯), নগরীর নিরালা আবাসিক এলাকার মৃত: আলতাফ হোসেনের ছেলে মোঃ রেজাউল করিম (৫৩) এবং দোলখোলা কাজীর গলি এলাকার করিম হাজরার ছেলে মোঃ শুকুর আলী (৫৮)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!