খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

খুলনায় ঈদের প্রধান জামাত সকাল আটটায় সার্কিট হাউজে

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, খুলনায় ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল আটটায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল আটটায় টাউন জামে মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে সাতটায় খুলনা জেলা মডেল মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদের জামাতের আয়োজন করা হবে।

জেলার সকল অনুমোদিত পশুর হাটে প্রাণিসম্পদ দপ্তরের মেডিকেল টিম থাকবে। নগরীর পশুর হাট, বিপনী-বিতানসহ মার্কেট এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।

সভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এম এনাম আহমেদ জানান, জেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণের চাহিদা পাঁচশত ৯৫ মেট্রিকটন। জেলায় বর্তমানে তিন হাজার সাতশত ৪৩ মেট্রিকটন লবণ মজুদ রয়েছে। সুতরাং চামড়া সংরক্ষণে লবণের কোন সংকট নেই।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বাস-লঞ্চ পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!