ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় টাউন জামে মসজিদে। অন্যান্য ঈদগাহ ও মসজিদসমূহে ঈদের জামাতের সময় সূচি স্ব-স্ব কমিটি নির্ধারণ করবে।
সভায় জানানো হয়, করোনা পরিস্থিতি উন্নতি হলেও এখনও পুরোপুরি চলে যায়নি। সুতারং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরে ঈদগাহে আসতে হবে। ঈদকে কেন্দ্র করে কোন ধরনের আতশবাজি, পটকা ফোটানো, যততত্র তোরণ স্থাপন, দ্রুতগতিতে মটর সাইকেল চালানো যাবে না।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
খুলনা গেজেট/ এস আই