খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

খুলনায় ঈদের জামাত কখন কোথায়

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ঈদ-উল-ফিতরের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় টাউন জামে মসজিদে। গত বছরের ন্যায় এবারও করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় উন্মুক্ত স্থানে বা মাঠে কোনো ঈদের জামাত হবে না।

প্রধান জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। একই স্থানে দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদ-উল-ফিতরের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গফুর।

খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সোনাডাঙ্গা আল-আকসা জামে মসজিদ ও সোনাডাঙ্গা নাছির সড়ক বায়ইতুস সালাম জামে মসজিদ ঈদের নামাজ সকাল ৮টায়, ময়লাপোতা মোড়স্থ বায়তুল আমান জামে মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় ও ২য় জামাত ৯টায়, ইকবাল নগর জামে মসজিদ, খানজাহান আলী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, রায়পাড়ায় মসজিদে মিনায় ঈদের প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, তারের পুকুর আল-হেরা জামে মসজিদে প্রথম জামাত ৭টায়, ২য় জামাত ৮টায়, শিববাড়ি মোড়স্থ ইব্রাহীম সড়ক মিয়াবাগ গোরস্থান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নূরনগর জামে মসজিদ, নূরনগর গণপূর্ত ভবন জামে মসজিদ ও জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনী জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

লবনচরা হাজী আব্দুল মালেক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

দৌলতপুরের কৃষি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, শাহী জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত ৮টায়, ফায়ার সার্ভিস জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, দেয়ানা উত্তরপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, মোল্লাপাড়া জামে মসজিদে সকাল ৮টায়, বায়তুল কোবা জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, বায়তুল মামুর জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, দেয়ানা মোহাম্মাদীয়া মাদ্রাসা জামে মসজিদ সকাল সাড়ে ৮ টায়, বায়তুল আল আকসা জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, ফাইতুল ফালাহ জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, সুলতানিয়া জামে মসজিদে সকাল ৮টায়, মুহসীন মোড় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, আঞ্জুমান কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, দৌলতপুর বাজার জামে মসজিদে সকাল ৮টায়, সরকারি বিএল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, পাবলা বায়তুল রহমত জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, নতুন রাস্তা জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায়, মধ্যডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, ইস্পাহানী কোলনী জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, ইসলামবাগ জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়, জেএমসি জামে মসজিদ সকাল সোয়া ৮টায়, রেলিগেট কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ড ও জেলার ৯ উপজেলার বিভিন্ন মসজিদে নিজেদের সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!