খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

খুলনার বিভিন্ন ওয়ার্ডে বিএনপির সম্মেলন ও সুধী সমাবেশ

গেজেট ডেস্ক

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছেন। আওয়ামী লীগের নেতারা ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্র্রে প্রতিটি সেক্টরে বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাষ্ট্রকে সহায়তা না করে দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সোনাডাঙ্গা থানার অর্ন্তগত নবপল্লী কমিউনিটি সেন্টারে ১৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে গিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম-খুনের জননী আখ্যা দিয়ে বলেন, বহিঃবিশ্বের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মেলনে বক্তারা রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রুপরেখা নিয়ে আলোচনা করেন।

শেখ আব্দুল আলিমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দা রেহেনা ঈসা, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, সাজ্জাদ আহসান পরাগ, শেখ জামাল উদ্দিন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মুজিবর রহমান, মাহমুদ আলম বাবু মোড়ল, মোস্তফা কামাল, নজরুল ইসলাম, জামাল শাহ, মিজানুর রহমান, শফিকুল ইসলাম রিপন, ওহিদুজ্জামান হাওলাদার প্রমূখ।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের ভোটে শেখ আব্দুল আলিম সভাপতি, ওহিদুজ্জামান হাওলাদার সাধারণ সম্পাদক ও আব্দুল কাদের মল্লিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বেগম রেহেনা ঈসা।

অপরদিকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর থানার অর্ন্তগত ২৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবীবের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সৈয়দা রেহেনা ঈসা, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), মোল্লা ফরিদ আহমেদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মুজিবর রহমান, আক্তারুজ্জামান সজীব তালুকদার প্রমূখ।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে এড. মোল্লা মশিউর রহমান নান্নু সভাপতি, সিনিয়র সহ সভাপতি ডা. ফারুক হোসেন, সহ সভাপতি আলমগীর আজাদ মিলন, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে এস এম মুরাদ হোসেনকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহেনা ঈসা।

ওদিকে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, আওয়ামী দোসরদের অন্যায়, অপশাসন, চাঁদাবাজি, দখলতারিত্ব প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকবে। কোনো চাঁদাবাজ, দখলদারদের ছাড় দেয়া হবে না, অতীতে যারা অন্যায়, অপশাসন, চাঁদাবাজি ও দখলদারিত্ব করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেয়ানা উত্তরপাড়া ঈদগাহ প্রাঙ্গনে দৌলতপুর থানার অর্ন্তগত ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যেগে সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৪নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মো. লিয়াকত হোসেন লাভলুর সভাপতিত্বে ও মোল্লা সোহেল-ফকির আমিন শাহ আরমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখ সাদী, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, রুবায়েত হোসেন বাবু, সাইফুল ইসলাম মামুন, মতলেবুর রহমান মিতুল, শেখ আরমান হোসেন, সামদানি মোল্লা, অধ্যা. জয়নাল আবেদীন, খান জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, আহবায়ক কবির হোসেন, আব্দুল ওহাব, জাহিদ হোসেন খশরু, কামরুল ইসলাম বাচ্চু, মো. এরশাদ হোসেন ডাবলু, শেখ আনছার আলী, আধ্যাপিকা লুৎফুন্নাহার মুক্তা, শেখ আনোয়ার কামাল, মো. কবির হোসেন, মো. মনির হোসেন, এম এম জসিম, শেখ নাজিম, মহিদুল ইসলাম, আলামিন সরদার রতন, মিজানুর রহমান মৃদুল, মো. মাফিজুর রহমান, শেখ খালিদ বিন ওয়ালিদ শোভনসকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। -= খবর বিজ্ঞপ্তির।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!