খুলনার প্রতিভাময়ী কণ্ঠশিল্পী জোহরা আক্তার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অর্থাভাবে আজ মৃত্যু পথযাত্রী। তিনি খুলনার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নিয়মিত শিল্পী ছিলেন।বর্তমানে তিনি আর্থিক অনটনে পড়ে উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
তার গলার নিচের অংশে শিরার উপরে একটি টিউমার ও মেরুদ-ের মূল স্পাইনাল কর্ডের চারটি ডিক্স ক্ষয় হয়ে গেছে। ডাক্তার তাকে অপারেশন করা অতি জরুরী বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু তার এই অপারেশনের জন্য প্রায় তিন লক্ষ টাকা প্রয়োজন। আর এই টাকা তার পরিবারের পক্ষে জোগাড় করা কখনোই সম্ভব নয়। তার পিতা মৃত এনাম কাজ, মাতা মৃত কুলসুম বেগম। বর্তমান ঠিকানা ৪৬/৫ বিকে মেইন রোড, খুলনা।
খুলনার এই প্রতিভাময়ী শিল্পীকে বাঁচাতে এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আহ্বান জানিয়েছেন। তার সঞ্চয় ব্যাংক হিসাব নং ২০৫০১০৭০২০৫৫৩১৭১৭ ইসলামী ব্যাংক, খুলনা শাখা। বিকাশ নং ০১৯৫৭-৫৭০৩১৯।