খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।
মৃত ব্যক্তি হলেন নড়াইল জেলার লোহাগড়ার ইতনা গ্রামের বাগু সরদারের ছেলে নজির সরদার (৬০)। শনিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৫৬৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে একজন রোগী মারা গেছেন। ভর্তি হয়েছেন ১১ জন রোগী। বর্তমানে হাসপাতালে ৭২ জন রোগী ভর্তি রয়েছে।
খুলনা গেজেট/এনএম