খুলনা, বাংলাদেশ | ১৮ কার্তিক, ১৪৩১ | ৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩০৬
  বিএনপি’র ৭ আইনজীবিকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিলেন আপিল বিভাগ, অভিযোগকারীকে এক লাখ টাকা জরিমানা
  শপথ নিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন
  লেবাননে বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু

খালিশপুর-দৌলতপুর ও শ্রমিকদলের প্রস্তুতি সভা

গেজেট ডেস্ক

গণঅভ্যুত্থানের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর গোটা দেশের মানুষ নতুন করে স্বাধীনতার সাদ পেয়েছে। ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

বুধবার (২৮ আগস্ট) বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে খালিশপুর থানা, দৌলতপুর থানা ও শ্রমিকদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা। তুহিন বলেন, অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার শাসনামলে কত মানুষকে হত্যা করেছে তার হিসাব করাও কঠিন। লাশের বিভৎসতা দেখে কোনো পরিবার স্থির থাকতে পারেনি। স্বামী সন্তান হারিয়ে হাজারো মানুষ দিশেহারা। তুহিন আরো বলেন, পতিত সরকারের অনুসারীরা বিএনপিতে অনুপ্রেবেশের চেষ্টা করছে। সাধারণ মানুষের নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দৌলতপুর: বুধবার সন্ধ্যায় থানা বিএনপির আহবায়ক মুরশিদ কামালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। থানা বিএনপির সদস্য সচিব শেখ ইমাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোবায়েত হোসেন বাবু. মুজিবুর রহমান. শফিকুল ইসলাম. আনসার আলী. লিয়াকত হোসেন লাভলু. মতলেবুর রহমান মিতুল. শফিকুল আমিন লাভলু. উদ্দিন. আবদুল ওহাব. সাইফুল ইসলাম মামুন. জয়নাল আবেদীন. মাজেদ হাওলাদার. মিজানুর রহমান. পারভেজ ইসলাম. আরমান হোসেন.আসাদুজ্জামান. বেল্লাল হোসেন. শেখ নাজিম. রাজাউর রহমান প্রিন্স. সিরাজুল ইসলাম সানি.শামীম আজাদ মিলু. আয়ুব হোসেন.রকিবুল ইসলাম মিঠু. মোল্লা সোহেল. এম এম জসিম. মহিদুল ইসলাম. আল আমিন রতন.আল আমিন লিটন. রবিউল ইসলাম.সাজ্জাদ হোসেন রিপ্পি. শেখ রাফি প্রমুখ।

খালিশপুর: বুধবার রাত ৮টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। থানা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স,ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ সাদী, হাসানউল্লা বুলবুল, বিপ্লবুর রহমান কুদ্দুস, লতিফ কাজি, মুজিবুর রহমান, জাহিদুল হোসেন, শফিকুল ইসলাম শফি, জাহাঙ্গীর হোসেন, রিয়াজ সাহেদ, সরোয়ার হোসেন, দ্বীন মোহাম্মদ, আলমগীর তালুকদার, নিঘাত সিমা, লুবনা ইয়ামিন বিউটি, খোদাবক্স কোরাইশ কাল্লু, আসিফ ইকবাল, মিন্টু কাজী, লিটন খান, সাইফুল ইসলাম সান্টু, গাজি সালাউদ্দিন, নয়ন খান, নাজমুল হোসেন বাবু প্রমূখ।

মহানগর শ্রমিকদল: বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মহানগর শ্রমিকদলের আহবায়ক মজিবর রহমানের সভাপতিত্বে বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সদস্য সচিব শফিকুল ইসলাম শফির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিদ্দিকুর রহমান, সৈয়দ আনোয়ার, আবুবক্কার সিদ্দিক, আরব আলী, আযম সরোয়ার

জি এম মাহাবুব, কাজী শহীদুল ইসলামসহ মহানগর শ্রমিকদলের সদস্য ও বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!