খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

কয়রায় বৃষ্টির দেখা, জন-জীবনে স্বস্তি

কয়রা প্রতিনিধি

বৈশাখী দুপুরের দহন শেষে সোমবার বিকেলে খরতার আকাশে জমেছে ঘন মেঘ, সন্ধ্যা থেকে দমকা হাওয়া। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি ঝরেছে খুলনার উপকূলীয় কয়রায়।

দীর্ঘ ছয় মাসের ও বেশি সময় বৃষ্টিহীন থাকায় খাল বিল শুকিয়ে চৌচির হয়ে গেছিলো। আর অস্বস্তিকর গরমে দুর্বিসহ হয়ে উঠেছিলো জন-জীবন। সেই পরিস্থিতি থেকে মিলল সাময়িক মুক্তি। মেঘে ও বৃষ্টির জেরে ধরণী যেনো শীতল হলো। হালকা স্বস্তি ফিরল প্রকৃতিতে। একই সাথে খানিক পরপর মেঘের গর্জন, আকাশে বিদ্যুতের আলোর ঝলকানি। দীর্ঘ খরার পর শান্তির বৃষ্টির পরশ পেতে সকালে অনেকেই রাস্তায় নেমে আসেন।

নির্মাণ শ্রমিক সাইফুল বলেন, গত কয়েক মাস বৃষ্টি না হওয়ায় কাজ করতে অনেক কষ্ট হয়েছে, তাছাড়া ২/৩ সপ্তাহে এতো গরম কাজ করতে পারিনা, আজ বৃষ্টি হচ্ছে শান্তিতে কাজ করতে পারবো। তার সাথে থাকা নির্মাণ শ্রমিক আলম ও ফেরদৌস ও একই কথা বলছিলেন।

অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এ বছর বৃষ্টি না হওয়ায় ফসলের অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে বোরো ধান ও তরমুজ চাষিরায় বেশি ক্ষতি গ্রস্ত হয়েছে। বৃষ্টি হয়েছে ফসলের উপরকার হবে। আর মাটিও প্রাণ ফিরে পেয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!