খুলনার কয়রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে গণধর্ষণের ঘটনায় আটক ৪ আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (১৯ এপ্রিল) পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি ওমর সাদিক (২৬), জোবায়ের হোসেন (২৫), ইমরান হোসেন (২৭), শাহ আলম (২১) কে প্রেরণ করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইব্রাহিম আলী। মামলার শুনানি শেষে বিচারক মোঃ আনারুল ইসলাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ইব্রাহিম আলী বলেন, আটক আসামিদের আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, আসামিদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ভিকটিমের মেডিকেল পরিক্ষা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, উপজেলার সদর ইউনিয়নের নলপাড়া গ্রামে গত রবিবার ১৭ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ করে। এঘটনায় ভিকটিম নারী ১৮ এপ্রিল ৫ জনের নাম উল্লেখ ও এক অজ্ঞাতনামা মোট ৬ জনকে আসামি করে কয়রা থানায় মামলা দায়ের করেন। কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ঐ দিন ৪ জন আসামিকে আটক করেন।
খুলনা গেজেট/ এস আই