কেশবপুরে পল্লীতে করোনা মহামারী ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮ জন ও মৃত্যু হয়েছে ২ জনের। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮ জন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ৫ জন রুগী।
কেশবপুরের পল্লীতে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় গত শুক্রবার রাতে করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলার মঙ্গোলকোট ইউনিয়নের কন্দপপুর গ্রামের আনার আলীর স্ত্রী ফজিলা বেগম (৮০) খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। একই দিনে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে উপজেলার মজিদপুর ইউনিয়নের বাগদাহ গ্রামের মৃত শামসুর রহমানের পুত্র ও পাঁচবাকবর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমানের বড় ভাই মিজানুর রহমান (৫৮)।
এদিকে গত এক সপ্তাহে কেশবপুরে করোনায় আক্রান্ত হয়েছে ১১ জন। এর মধ্যে গত ১৫ জুন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কেশবপুর পৌরসভার কলেজ পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী (৪৮)।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, ২০২১ সালে সাড়ে ৫ মাসে করোনায় আক্রান্ত হয়েছে ২৬৬ জন,চিকিৎসা নিয়ে সুস্থ ২৪৬ জন। করোনার ২য় ধাপে নমুনা সংগ্রহ ও পরীক্ষা ১ হাজার ৩৩৮, পজিটিভ ২৬৬ জন। করোনার এই ভয়াবহ অবস্থার পরেও জনগনের মাঝে সর্বো অবস্থায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত। শহরের চলাচলের ৮০ ভাগ মানুষ কোনো মাস্ক ব্যাবহার করছে না।এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা বলেন জনসাধারন কোনো ভাবেই স্বাস্থ্যবিধি মানছেনা।মোবাইল কোটের মাধ্যমে জরিমানার পরিমান বাড়ানোর দরকার বলে তিনি মন্তব্য করেন ।