কেশবপুরে হাসানপুর বাজারে একটি স-মিলে আগুন লেগে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়-ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স-মিল মালিক ইতি রানী দাস কেশবপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছে। যার ডায়েরী নং-১১৫২। তাং-২৭-০৩-২১ ইং।
থানায় ডায়েরী সূত্রে জানা গেছে, উপজেলার কাবিলপুর গ্রামের মৃত শংকর দাসের স্ত্রী ইতি রানী দাসের হাসানপুর বাজারে অবস্থিত মাতৃ স-মিলে শনিবার দিনগত রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রনে আনার আগেই স-মিলের টিনের চালসহ খুঁটি, বাটাম ও কাঠ পুড়ে ভুষ্মিভুত হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়। ইতোপূর্বে ২০১৮ সালে একই কায়দায় তার মাতৃ স-মিলে দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে আর্থিকভাবে ক্ষতি সাধন করেছিল।
মাতৃ স-মিলের মালিক ইতি রানী জানান, ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ করতে একটি পক্ষ আমার ব্যবসা প্রতিষ্ঠানে বার বার আগুন ধরিয়ে দিচ্ছে। মাতৃ স-মিলের সাথে তার একটি রাইচ মিল, লেদ ম্যাশিন, পার্টস দোকানসহ অন্যান্যদের ফার্নিসার, কাঠগোলা ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাজারের নাইট ডিউটিদাররা সময়মত টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতির হাত থেকে ব্যবসায়ীরা রক্ষা পেয়েছে।
এব্যাপারে হাসানপুর বাজার কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ২৬ মার্চ রাতে বাজারের ডিউটিরত সকলকে চোখ-কান খোলা রেখে বাজার পাহারা দিতে বলা হয়েছিল, যাতে দূর্বৃত্তরা কোন ক্ষতি না করতে পারে। তবুও কিছুক্ষন পর স-মিলে আগুন লাগার কথা জানতে পারি।
খুলনা গেজেট/ টি আই