কেশবপুরে লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২১ টি মামলায় ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করছেন উপজেলা প্রশাসন।
কেশবপুর উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, আজ লকডাউন সফল করতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথ ভাবে টহল দিয়েছেন। জরুরী প্রয়োজন ছাড়া মানুষের চলাচল ছিল খুব কম। বৃষ্টিভেজা দিনে উপজেলার বিভিন্ন গ্রাম্য হাটবাজারে টহল চলাকালে বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২১ টি মামলা দিয়ে ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছেন।
এর মধ্যে উপজেলা র্নিবাহী অফিসার এম এম আরাফাত হোসেন ১৬ টি মামলায় ১২ হাজার, ৬শ’ টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা ৫টি মামলায় ২ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেন।
এদিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন সাংবাদিকের জানান, ৬৩ জনের নমুনা সংগ্রহ করে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। কেশবপুর হাসপাতালে করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছে ১২ জন।
খুলনা গেজেট/ টি আই