যশোরের কেশবপুরে কৃষকদের বোরো মৌসুমের আবাদের লক্ষ্যে বিল গরালিয়ার পানি নিষ্কাশন কমিটির এক আলোচনা সভা সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
বড়েঙ্গা স্লুইট গেটের পাশে বিল গড়ালিয়ার পানি নিষ্কাশন কমিটির সভাপতি মজিবর রহমান চাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নওশের আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সাঈদ লাভলু, ঘের ব্যবসায়ি কারুজ্জামান বিশ্বাস, মিনার হোসেন, খন্দকার ইনতাজ আলী, সেলিমুজ্জামান আসাদের ম্যানেজার কামাল হোসেন, শ্রমিক নেতা মুনছুর আলী, বিল গরালিয়া ঘের কমিটির সভাপতি ও জমির মালিক শিক্ষক রহমান, জমির মালিক মোমিন হোসেন, আব্দুল জলিল, মিজানূর রহমান, শাহাজাহান আলী প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার ১৭ গ্রামের কৃষকদের বোরো আবাদের লক্ষ্যে বড়েঙ্গা স্লুইস গেট থেকে তালেব মাস্টারের বাড়ি পর্যন্ত হরিহর নদীর প্রায় ১ কিলোমিটার নিজ খরচে ঘের মালিকরা নদী খননের এই উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার থেকে কৃষকদের বোরো মৌসুমের আবাদ চাষের জন্য হরিহর নদীর প্রায় ১ কিলোমিটার খনন কাজ শুরু হবে। এ লক্ষ্যে ১৭ গ্রামের জমির মালিক কৃষকরা বোরো আবাদ চাষের জন্য বীজতলা তৈরি করার কাজও শুরু করবে।
খুলনা গেজেট/এ হোসেন