কেশবপুরে সোমবার (১২ জুলাই) করোনায় দুই জন মুক্তিযোদ্ধা সহ তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রুগী আছে ১৬ জন।
কেশবপুর উপজেলা প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার কেশবপুরে করোনায় আক্রান্ত হয়ে দুই জন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এরমধ্যে এক জন কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার মোঃ আঃ মজিদ গোলদার (৭০) ও অপর জন ৩ নং মজিদপুর ইউনিয়নের পাত্রপাড়া গ্রামের আবু হাসান সরদার (৭২)। দুই জন মুক্তিযোদ্ধাই করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
অপর দিকে করোনায় আক্রান্ত হয়ে রোববার রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাবদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত মকসেদ মোড়লের পুত্র কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সাখাওয়াত হোসেন মোড়ল (৪৭)।
এদিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার কেশবপুর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ জনের। এরমধ্যে করোনা পজিটিভ ১১ জন ও হাসপাতালে করোনা পজিটিভ রুগী ভর্তি আছে ১৬ জন।
কেশবপুরে কঠোর লকডাউন ছিল খুবই উপেক্ষিত। দুপুর ১২ টা পর্যন্ত শহরের অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠান ছিলো খোলা। শহরে ছিলো ক্রেতা সাধারণের উপচে পড়া ভীড়। দুপুরের পরে স্থানীয় প্রশাসন দোকান খোলা রাখার অভিযোগে ১৬ টি মামলায় ৬ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এরমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ২ টি মামলায় ১ হাজার ৫শ’ টাকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ১৪ টি মামলায় ৪ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেন।
খুলনা গেজেট/এমএইচবি