খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

কেশবপুরে আরও ১৭ জন শনাক্ত, মৃত্যু ৫

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর উপজেলা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে। সরকারের ঘোষণা দেওয়া জরুরী বিধিনিষেধ চরমভাবে উপেক্ষা করছে জনসাধারণ। কঠোর লকডাউন ঘোষণা দিয়েও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। মানুষের চোখের সামনে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন মানুষের মৃত্যুর খবরেও মানুষ আমলে নিচ্ছে না।

গত ২৪ ঘন্টায় শনিবার কেশবপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ১৭ জন। নিহত ৫ জন হলেন, পৌর সভার সাহাপাড়ার সান্তনা (২৯), উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের রোজিনা খাতুন (৪৫), হাসানপুর ইউনিয়নের আওয়ালগাতী গ্রামের নসিরোন বিবি (৭০), পৌরসভার হাবাসপোল এলাকার আঃ জলিল সরদার (৬৫) ও মেহেরালী (৬০)।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ জনের। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ১৭ জন।

এদিকে কেশবপুরে করোনা পরিস্থিতি ভয়াবহতা রোধে সরকারের জরুরী বিধিনিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন খুব তৎপর। লকডাউন উপেক্ষা করে দোকান খোলা ও জরুরী প্রয়োজন ছাড়ায় মহিলাদের ঈদ-কেনাকাটা করায় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১২ টি মামলায় জরিমানা আদায় করছেন ৭ হাজার ৪শ’ টাকা। এরমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ৭ টি মামলায় ২ হাজার ৯শ’ টাকা ও সহকারী কমিশনর (ভূমি) ইরুফা সুলতানা ৫ টি মামলায় ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!