খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জুলাই গণহত্যায় গুলির নির্দেশ: সহকারী কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার
  বরিশাল সদর উপজেলায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
  বর্ণিল আয়োজনে শেষ হল এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, শোভাযাত্রায় অংশ নেন ২৮ জাতিগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
  স্বাগত বাংলা নববর্ষ ১৪৩২

কাউন্সিলর প্রার্থী আনিছ বিশ্বাসকে ৬ ঘন্টা সময় দিয়ে শোকজ, জবাব দাখিল

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও বর্তমানর প্রার্থী মোঃ আনিছুর রহমান বিশ্বাসকে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা। কেন তার প্রার্থিতা বাতিল করার জন্য নির্বাচন কমিশন সচিবালয় লিখিত আকারে জানানো হবে না-৬ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জুন) বিকালে আনিস বিশ্বাসকে এই চিঠি দেওয়া হয়। পরেিএ বিষয়ে লিখিত জবাব দিয়েছেন কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান বিশ্বাস।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ হাসান ইফতেখার চালু (প্রতীক ঠেলাগাড়ি) এর নির্বাচনী প্রচার কাজে বাধা এবং সংখ্যালঘুদের ভয়-ভীতি প্রদান, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন বক্তব্য প্রদান করেছেন, যার একটি ভিডিও ক্লিপ দাখিল করা হয়েছে। যা সিটি কর্পোরেশন (নির্বাচন বিধিমালা ২০১৬ এর ১৮ (ক) বিধির সুস্পষ্ট লংঘন।

ইতোপর্বে গত ৩ জুন মিছিল-শোডাউন করার অপরাধে আপনাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বার বার নির্বাচনী আচরণবিধি বহির্ভূত কাজ করায় ‘কেন আপনার প্রার্থীতা বাতিল করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে লিখিত আকারে জানানো হবে না’ তার লিখিত জবাব পত্র প্রাপ্তির ৬ ঘণ্টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে (আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, খুলনা অঞ্চল, খুলনা) সশরীরে উপস্থিত হয়ে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, উত্তর প্রাপ্তির পর পরবর্তীত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন আনিছুর রহমান বিশ্বাস। তিনি তাঁর খণ্ডিত বক্তব্য উপস্থাপন ও অসত্য অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। প্রার্থী তাঁর বক্তব্যের স্বপক্ষে দালিলিক প্রমাণও দেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!