খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

কেন্দ্রীয় নেতা হেলালসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

গেজেট ডেস্ক

পুলিশের দায়েরকৃত গায়েবী অভিযোগে রাজনৈতিক প্রতিহিংসামুলক প্রহসনের মামলায় আওয়ামী আজ্ঞাবহ আদালতের অবৈধ রায়ে কারাবন্দী বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে খুলনা জেলা বিএনপি।

রবিবার (৩১ মার্চ) বেলা ১২টার দিকে জেলা স্টেডিয়াম মোড় থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভার মধ্যদিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ শেখ হাসিনা সরকার সীমাহীন লুটপাটে বাংলাদেশ আজ দেউলিয়াত্ব অবস্থা। জনগনের মৌলিক অধিকার ও স্বাধীনতা হরণ করে পাশ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা ব্যর্থ ফ্যাসিষ্ট সরকারের হাতে দেশের সার্বিক সার্বভৌমত্ব হারাতে বসেছে। জনগনের সামনে তথ্যভিত্তিক এসব চিত্র তুলে ধরায় বিএনপির প্রথম সারির নেতাদের পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় শেখ হাসিনার আজ্ঞাবহ আদালতে প্রহসনের রায়ে নির্বিকারে সাজা ঘোষণা করে বাংলাদেশে এক ঘৃণ্য বর্বরোচিত ইতিহাস রচনা করেছে আওয়ামী লীগ। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পর একই ধারাবাহিকতায় আজিজুল বারী হেলালসহ কেন্দ্রীয়, জেলা-মহানগর পর্যায়ের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামুলক সাজা দিচ্ছে আওয়ামী আদালত। এতে শেখ হাসিনা সরকারের শেষ রক্ষা হবে না ইনশাআল্লাহ্। সর্বকালের ঘৃণ্য বর্বরোচিত ইতিহাসের মাফিয়া রানী হিসেবে শেখ হাসিনার নাম চিরদিন স্মরণ রাখবে বাংলাদেশ। অন্যদিকে, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল খুলনা ও ঢাকার ১১টি গায়েবী মামলায় ২৮মার্চ উচ্চআদালতে আগাম জামিন লাভ করায় মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, এসএম শামীম কবির, কেএম আশরাফুল আলম নান্নু, ডাঃ আব্দুল মজিদ, বাবু অসিত কুমার সাহা, খায়রুল ইসলাম খান জনি, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, ফারুক খন্দকার, শাহাদাৎ হোসেন ডব্লিউ, নূরুল আমীন বাবুল, মোল্লা সাইফুর রহমান সাইফ, আব্দুল মান্নান খান, শেখ দিদারুল হোসেন, মোঃ মোজাফফর হোসেন, মোঃ ইলিয়াস হোসেন মল্লিক, আব্দুল মান্নান মিস্ত্রি, মোল্লা কবির হোসেন, মোঃ শহিদুল ইসলাম, খান ইসমাঈল হোসেন, মোঃ জাবেদ হোসেন মল্লিক, তুষার কান্তি মন্ডল, একে আজাদ, মোঃ নাদিমুজ্জামান জনি, বিকাশ মিত্র, এসএম মারুফ আহমেদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মাহমুদ আলম লোটাস, মোঃ আইয়ুব মোল্লা, মোঃ বিল্লাল মোল্লা, মোঃ জাকির গাজী ও মোঃ শফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!