তেরখাদা উপজেলার কুশলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন চলছে। বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থাকলেও উপস্থিত হয়নি কোনো শিক্ষার্থী।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, স্কুল মাঠে ষাঁড়ের লড়াইয়ের জন্য ছেলে-মেয়েদের নিরাপত্তা জনিত কারণে স্কুল ছুটি দিয়েছি। ষাঁড়ের লড়াইয়ের আয়োজনের বিষয়ে একাডেমিক সুপারভাইজাকে জানিয়েছিলাম।
এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা বলেন, বিদ্যালয়ে কোন কিছু করতে হলে লিখিতভাবে জানিয়ে অনুমতি নিতে হয়। স্কুল বন্ধ করে স্কুল মাঠে ষাঁড়ের লড়াইয়ের কোনো অনুমনি আমি দেয়নি।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শরিফ নাইমুল হক বলেন, প্রধান শিক্ষক তাকে বলেছে স্থানীয় লোকজন স্কুল মাঠে ষাঁড়ের লড়াইয়ের অনুমতি নেওয়ার জন্য তার কাছে এসেছিল। কিন্তু তিনি স্কুলে ছিলেন না। পরবর্তীতে স্থানীয় লোকজন ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করায় স্কুলের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য স্কুল বন্ধ রেখেছেন বলে তাকে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, স্কুল বন্ধ রেখে স্কুল মাঠে ষাঁড়ের লড়াই বসানো বেআইনি। বিষয়টি নিয়ে বসেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এএজে