যশোরে এই প্রথম কারাগারে বন্দিদের সন্তানদের পরীক্ষায় ভালো ফলাফলের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন নগদ টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দিদের সন্তানদের মধ্যে ‘বঙ্গবন্ধু বৃত্তি’ প্রদান করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে যশোরসহ সারাদেশের কারাগারে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারা অধিদপ্তর থেকে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে অংশ নেন ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার হাফিজুল হক, জেলর তুহিন কান্তি খান, ডেপুটি জেলর আসমা আক্তার, তৌহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি জেলর তানজিল হোসেন।
এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন কান্তি খান বলেন, কোনো পরিবারের অভিভাবক যখন কারাগারে থাকে তখন নেমে আসে অন্ধকার। এর বাইরেও নানা ধরনের প্রতিকূলতা থেকে যায় পরিবারের সদস্যদের মধ্যে। এসব প্রতিকূলতাকে উপেক্ষা করে যারা জেএসসি কিংবা এসএসসিতে ভালো রেজাল্ট করেছে, মূলত তাদেরকে এ টাকা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেকে এক হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়া, কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে যাতায়াত ভাড়া বাবদ আরও একশ’ টাকা করে দেয়া হয়।