কাউন্সিলর পদে নির্বাচন করলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে। খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাচন কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হক ও সদস্য সচিব ও নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে নগরীর ৩১টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ জুন কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে থানা অথবা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনেকেই কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে যিনি সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাকে আগামী ৩০ জুন পর্যন্ত ওই পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করতে হবে। বিষয়টি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা জানান, কাউন্সিলর নির্বাচনের জন্য পদত্যাগ করলে সেক্ষেত্রে সভাপতির স্থলে ক্রমানুসারে সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক সম্পাদকের স্থলে যুগ্ম সাধারণ সম্পাদক ওই দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, আগামী ১২ জুন কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী ১৬ মে।
খুলনা গেজেট/হিমালয়