প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত যশোর। জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত সর্বোচ্চ। আক্রান্ত হয়েছে দুইশ’ ৭৫ জন। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মৃত্যু হয়েছে ছয়জনের। এর আগে বাকি চারজন মারা যান সোমবার রাতের বিভিন্ন সময়ে।
মৃতদের মধ্যে পাঁচজন ইয়োলোজোনে ও একজন রেডজোনের ভর্তি রোগী। মঙ্গলবার মৃত ব্যক্তিরা হলেন, মণিরামপুরের হাসেম আলী (৭৫), সদর উপজেলার রূপদিয়া গ্রামের হাশেম আলী (৬৫), শহরের পূর্ব বারান্দিপাড়ার কাজী ওয়াহিদুজ্জামান (৮০), পুরাতন কসবা কদমতলার আব্দুর রাজ্জাক (৬৫), পোস্ট অফিসপাড়ার মিনা (৫০) ও চৌগাছার নারায়ণপুরের সাদিয়া জামান (৩৬)।
এদের মধ্যে মণিরামপুরের হাসেম আলী রেডজোনে ও বাকিদের ইয়োলোজোনে মৃত্যু হয়েছে। এরআগে সোমবার রাতে আরো চারজন মৃত্যুবরণ করেছেন। ১৯ জুন মণিরামপুরের হাসেম আলী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের ইয়োলোজোনে ভর্তি হয়। সেখানে ২০ জুন তার করোনা শনাক্ত হলে নেয়া হয় রেডজোনে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন রাতে তার মৃত্যু হয়। ২১ জুন সকালে করোনা উপসর্গ নিয়ে রূপদিয়ার হাসেম আলী ইয়োলোজোনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন সকালে তার মৃত্যু হয়। একইদিন সকালে পূর্ব বারান্দিপাড়ার কাজী ওয়াহিদুজ্জামান ইয়োলোজোনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন দুপুরে মৃত্যু হয় তার। ১৯ জুন সকালে কদমতলার আব্দুর রাজ্জাক ইয়োলোজোনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন রাতে তার মৃত্যু হয়। ২১ জুন সকালে করোনা উপসর্গ নিয়ে পোস্ট অফিসপাড়ার মিনা হাসপাতালের ইয়োলোজোনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
একইদিন সকালে করোনা উপসর্গ নিয়ে চৌগাছার সাদিয়া জামান ইয়োলোজোনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে তার মৃত্যু হয়।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে চারশ’ ৮১ জনের নমুনা পরীক্ষা করে একশ’ ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, দুইশ’ ২৫ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৮০ জনের পজিটিভ হয়েছে।
আক্রান্তদের মধ্যে রয়েছে সদর উপজেলায় একশ’ ১৭, কেশবপুরে ১২, ঝিকরগাছায় সাত, অভয়নগরে ১৪, মণিরামপুরে এক, বাঘারপাড়ায় এক, শার্শায় ৩১ ও চৌগাছায় নয়জন। এ পর্যন্ত জেলায় ১০ হাজার ৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ছয় হাজার সাতশ’ ৮৮ জন। মৃত্যু হয়েছে একশ’ ১৪ জনের।
যশোর পৌরসভা থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় যশোর পৌর এলাকার নয়টি ওয়ার্ডে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে তিন, ২ নম্বর ওয়ার্ডে তিন, ৩ নম্বর ওয়ার্ডে নয়, ৪ নম্বর ওয়ার্ডে ১৫, ৫ নম্বর ওয়ার্ডে ১০, ৬ নম্বর ওয়ার্ডে ছয়, ৭ নম্বর ওয়ার্ডে এক, ৮ নম্বর ওয়ার্ডে নয় ও ৯ নম্বর ওয়ার্ডে ছয়জন রয়েছে। এ পর্যন্ত পৌর এলাকায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার তিনশ’ ১৩ জন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় রেডজোনে ৪৯ জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছে ২৯ জন। মোট চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। ইয়োলোজোনে ২৪ ঘণ্টায় ১৭ জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন ২০ ও মোট চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন।
খুলনা গেজেট/এমএইচবি