খুলনা, বাংলাদেশ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা
  ১১৮ বারের মত পেছালো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
  প্লট বরাদ্দে দুর্নীতি : হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

করোনামুক্ত হলেন মাশরাফি বিন মুর্তজা

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয় দফা পরীক্ষায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আজ রাত ৯টার পরে মাশরাফি তার অফিসিয়াল ফেসবুক পেজে নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুইবার করোনা টেস্টে পজেটিভ এসেছিলো তার।

নিজের ফেসবুকে তিনি লিখেন, ‘‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।

আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।

বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন।

সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন। ”

উল্লেখ্য, গত ২০ জুন করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে মাশরাফির। এরপর থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরপর নিয়ম অনুযায়ী, ১৪ দিন পরে দ্বিতীয় পরীক্ষা করান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। কিন্তু ৪ জুলাইয়ের ওই ফলও পজিটিভ আসে। তবে তৃতীয় পরীক্ষায় মাশরাফির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
এই সময়ে মাশরাফির করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান গুজব বেরিয়েছে। যেমন- মাশরাফিকে হাসপাতালে ভর্তি করাতে হবে কিন্তু রুম পাচ্ছেন না। দু’বার করে খবর বেরিয়েছে তিনি করোনা মুক্ত হয়েছেন। কিন্তু মাশরাফি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে সব তথ্য সত্য নয় বলে নিশ্চিত করেন। এবার তার করোনা মুক্ত হওয়ার খবর ফেসবুকে জানিয়ে দিয়েছেন দেশ সেরা এই ওয়ানডে অধিনায়ক।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!