খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩
এবার চাষ হয়েছে সাড়ে ৩শ হেক্টর জমিতে

কচু চাষ করে চৌগাছার চাষিরা এখন অনেকেই স্বাবলম্বী

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় মুখিকচুর চাষ দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। বিগত বছরে কচুর বাজার দর ভাল থাকায় অনেকেই কচু চাষ করে লাভবান হয়েছেন। তাই প্রতি বছরই কচু চাষ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন অনেকে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলাতে সাড়ে ৩শ হেক্টর জমিতে মুখিকচুর চাষ হয়েছে। খরিপ-১ ও রবি এই দুই জাতের কচুর চাষ সব থেকে বেশি। উপজেলা ব্যাপী কম বেশি কচুর চাষ হলেও নারায়নপুর ও স্বরুপদাহ ইউনিয়নে এই চাষ বেশি লক্ষ্য করা গেছে। চাষিরা কচু চাষ করে অনেকেই এখন স্বাবলম্বী, তাই মৌসুম এলেই কৃষক ব্যস্ত হয়ে পড়েন কচু চাষে ।

উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা, বড়খানপুর, পেটভরা, স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা, আন্দারকোটা, টেংগুরপুর গ্রামের মাঠে যেয়ে দেখা যায়, কৃষক কচু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত। পবিত্র মাহে রমজানের দিন কাঠফাটা রোদে তারা যে যার জমিতে বিরামহীন ভাবে কাজ করছেন।

মুখিকচু স্থানীয় ভাষায় সারোকচু বলা হয়। দশ বছর আগেও এ অঞ্চলের কৃষক কচু চাষ কি তা ভাল ভাবে বুঝতো না। কিন্তু বর্তমানে বানিজ্যিক ভাবে কচু চাষ হচ্ছে। গত কয়েক বছর ধরে কচু চাষ করে অনেকেই এখন স্বাবলম্বী।

কৃষক মোস্তফা এ বছর ৫ বিঘা জমিতে মুখিকচুর চাষ করেছেন। কথা হয় হাজরাখানা গ্রামের কৃষক গোলাম মোস্তফার সাথে। তিনি জানান, কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে আর ফলন ভাল হলে কমপক্ষে ৫শ মন কচু পাবেন আর কম করে হলেও প্রতি মন ১ হাজার টাকা বিক্রি করতে পারবেন।

কৃষক মোস্তফার মত ওই মাঠে সাহেদ আলী ১ বিঘা, টিপু সুলতান ৫ বিঘা, আব্দুর রশিদ ২ বিঘা, কালু বিশ্বাস ২ বিঘা, জহুরুল ইসলাম ২ বিঘা, সুবাহান আলী ২ বিঘা, হায়দার আলী আড়াই বিঘা, আশাদুল ইসলাম ২ বিঘা জমিতে মুখিকচুর চাষ করেছেন।

কৃষকরা জানান, ১ বিঘা জমিতে কচু চাষ করতে হলে ৪ থেকে সাড়ে ৪ মন বীজ লাগে। এরপর জমি চাষ থেকে শুরু করে সার কীটনাশকসহ অন্যান্য খরচ দিয়ে মোটামুটি ২০ থেকে ২৫ হাজার টাকা ব্যয় হয়। ভাল ফলন হলে বিঘা প্রতি ৮০ থেকে ১১০ মন কচু উৎপাদন হয়। আর সে সময়ে যদি বাজার দর মোটামুটি ভাল থাকে তাহলে কৃষক বিঘা প্রতি ১ লাখ টাকার কচু বিক্রি করতে পারে। বাজারে দিনদিন মুখিকচুর কদর বেড়ে যাওয়ায় দামও ভাল থাকে। তাই কচু চাষ করে এই অঞ্চলের চাষিরা বেশ লাভবান হচ্ছেন।

টেংগুরপুর গ্রামের কচু চাষি ঠান্ডু শেখ, সাইফুল ইসলাম, আশাদুল ইসলাম বলেন, তাদের মাঠে বেশ কয়েক বছর ধরেই কচুর চাষ হচ্ছে। প্রতি বছর কৃষক কচুর চাষ করে বেশ সাফল্য পেয়েছেন, তাই দিন দিন এই মাঠে কচু চাষ বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার রইচউদ্দিন জানান, মুখিকচুর চাষ ইতোমধ্যে কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি বছরই কচু চাষ বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি অফিস এ জনপদের চাষিদের নতুন নতুন ফসল উৎপাদনে সার্বিক সহযোগীতা অব্যহত রেখেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!