কঙ্কাল থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে মিম খানম নামে এক নারী হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোর পৌনে ৭ টার দিকে বাগেরহাট সদরের বাদামতলা গ্রামস্ধ বুটপুর চিতালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামী হলেন, বরিশালের সাহেবের হাট সোমরাজি এলাকার বাসিন্দা তপন দেবনাথের ছেলে সুমন দেবনাথ (৩৪)। এসময় নিহত মিম খানমের ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে চুয়াডাঙ্গা দামুরহুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ নভেম্বর বিকাল পৌনে চারটার দিকে চুয়াডাঙ্গার দামুরহুদা থানাধীন উজিরপুর গ্রামস্থ কাছেমুল উলুম মাদ্রাসার পেছনে মাথা ভাঙ্গা নদীর উত্তর পাড়ে বাঁশ বাগানের নিচে মৃত মানুষের মাথার খুলি এবং শরীরের বিভিন্ন স্থানের হাড় গোড় এবং একটি ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ভ্যানিটি ব্যাগের মধ্য থেকে উদ্ধার করা কাগজপত্র পর্যালোচনা করে ভিকটিম মিম খানমকে সনাক্ত করে। সে কুষ্টিয়া জেলার দৌলতপুরের পিপুল বাড়ীয়া এলাকার মধু খাঁ এর মেয়ে। এ ঘটনায় এলাকায় জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
পরবর্তীতে পুলিশ মৃত লাশের মাথার খুলি ও শরীরের অন্যান্য হাড়গোড় উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পরেরদিন ২২ নভেম্বর পুলিশ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। বহুল আলোচিত এই হত্যা মামলার পর থেকে র্যাব-৬ গোয়েন্দা তৎপরতা ও কার্যক্রম শুরু করে। অবশেষে র্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনার একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোর পৌনে ৭ টার দিকে বাগেরহাট সদরের বাদামতলা গ্রামস্ধ বুটপুর চিতালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করে।
খুলনা গেজেট/এমএম