খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

এড. সেখ সোহরাবের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সেখ সোহরাব হোসেনের নামাযে জানাজা শনিবার বাদ যোহর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। তিনি দূরারোগ্য ব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। ৭২ বছর জীবিত ছিলেন।

নামাযে জানাজায় মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুজ্জামান মনি, সাবেক সংসদ সদস্য মো: এনায়েত আলি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সংসদ সদস্য মো: মিজানুর রহমান মিজান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, পিপি এনামুল হক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এস এম তারিক মাহমুদ তারা, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাসুম আল রশীদ, খুলনা ল’ কলেজের অধ্যক্ষ এম এ আউয়াল রাজ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী বাদশা মিয়া, এস আর ফারুক, সরদার রজব আলী, চৌধুরী তৌহিদুর রহমান তুষার, জিপি আইয়ুব আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী : ১৯৪৯ সালের ৪ জুন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাকনা গ্রামে জন্মগ্রহণ করেন। মরহুম তোয়াক্কেল হোসেন তার পিতা ও কবিরা খাতুন তার মা। ১৯৬৫ সালে প্রতাপনগর ইউনাইটেড একাডেমী হাইস্কুল থেকে এসএসসি, ১৯৬৭ সালে আযম খান কমার্স কলেজ থেকে আইকম, একই কলেজ থেকে ১৯৭৩ সালে স্নাতক, খুলনা সিটি ল’ কলেজ থেকে ১৯৭৬ সালে এলএলবি পাশ করেন। তিনি খুলনা জেলা জজ শীপের পেশকার ছিলেন। ১৯৭৮ সালের ৯ জুন জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। ২০০৪ সালে সমিতির সভাপতি নির্বাচিত হন। ২০০৮ সালে জিপি’র দায়িত্ব পালন করেন। উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ছিলেন। পবিত্র হজ্ব ব্রত পালন করেন। দুই পুত্র সন্তানের জনক। টুটপাড়া কবরখানায় তার দাফন সম্পন্ন হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!