খুলনা, বাংলাদেশ | ৯ ফাল্গুন, ১৪৩১ | ২২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় বিএনপি ও যুবদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার
  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৬৯

এড. মঞ্জুরুল ইমামের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. মঞ্জুরুল ইমামের ১৯তম শাহাদাৎ বার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ।

কর্মসূচির মধ্যে সকাল ৯টায় দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী ও র‌্যালী শেষে অকুস্থলে শহীদ মঞ্জুরুল ইমামের বেদীতে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০টায় বয়রার মরহুমের কবর জিয়ারত ও পার্শ্ববর্তী মুন্সিবাড়ী মসজিদে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল।

২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জোহর বাদ নগরীর মির্জাপুর মতি মসজিদে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এসকল কর্মসূচীতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং দলীয় নির্বাচিত কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!