খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

এড. ফিরোজ স্মরণে খুলনায় স্মৃতিচিহ্ন স্থাপন দাবি নাগরিক নেতাদের

খুলনা নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা কমরেড এড. ফিরোজ আহমেদ-এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে স্মরণ সভা শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার। কমরেড ফিরোজ আহমেদ-এর সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, জাতীয় শ্রমিকলীগের খুলনা জেলা আহ্বায়ক সরদার মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহাম্মদ, জাতীয় পার্টি নেতা শাহ্ মোঃ লায়েক উল্লাহ, শ্রমিক লীগের জেলা যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াস হোসেন সোহেল, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)-এর প্রতিষ্ঠাতা আব্দুস সালাম শিমুল, টিইউসি নেতা রুস্তম আলী হাওলাদার, সিপিবি নেতা অধ্যাপক সঞ্জয় সাহা, অ্যাড. মেহেদী ইনছার, খ ম শাহীন হোসেন, খ্রীস্টিয়ান সোসাইটির নেতা সরোজ মল্লিক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা শংকর রায় সাগর, অ্যাড. মোস্তাকুজ্জামান মুক্তা, মোঃ আনোয়ার হোসেন, খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন, ফিরোজ আলী, ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী ঐক্য পরিষদ-এর সভাপতি সরোয়ার ফকির, মোঃ মাসুদ হোসেন প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, কমরেড অ্যাড. ফিরোজ আহমেদ গণমানুষের অধিকার আদায়ে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি একটি রাজনৈতিক দলের নেতা হয়েও দলমতের ঊর্ধ্বে উঠে প্রকৃত অর্থে গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন। তাঁর চরিত্রের গণমুখী বৈশিষ্ট্য সকল দল-মতের, শ্রেণিপেশার মানুষকে মুগ্ধ করেছে। মেহনতী-শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন আপোষহীন। জাতীয় সকল গণতান্ত্রিক আন্দোলন, স্থানীয় সংকট নিরসন, পরিবেশ-প্রকৃতি রক্ষার আন্দোলনে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। শুধুমাত্র আন্দোলনই নয় সংকট সমাধানে লেখালেখিসহ তাঁর বহুমাত্রিক কাজ অনুসরণীয়। কর্মবীর এ মানুষটির নেশায় পরিণত হয়েছিলো মানুষের মধ্যে যাওয়া, থাকা এবং কাজ করা। মানুষের নিত্যনৈমিত্তিক সংকট সমাধানে রাজপথে তাঁর পদচারণা ছিলো উল্লেখযোগ্য। বক্তারা আজীবন সংগ্রামী এ মানুষটির নামে খুলনায় একটি স্মৃতিচিহ্ন স্থাপন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!