খুলনা বিএনপি নেতারা বলেছেন, সারা দেশে রাজপথে প্রতিটি কর্মসূচিতে বিএনপির লাখো নেতাকর্মীর উপস্থিতি জানিয়ে দিচ্ছে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে। একটি হুইসেল বাজা মাত্র গণঅভ্যূত্থানের মাধ্যমে সরকারকে উৎখাত করা হবে।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়নগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যা, নেত্রকোনা ও মানিকগঞ্জে শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে অসংখ্য নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে খুলনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দলের নেতারা এ কথা বলেন। নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, ভোলার ছাত্রদল নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, নারায়নগঞ্জের শাওনসহ প্রতিটি হত্যাকান্ডের বদলা নেয়া হবে। চাইনিজ রাইফেলের গুলিতে শাওনকে যারা হত্যা করেছে প্রতিটি ঘটনার উপযুক্ত জবাব দেয়া হবে।
বিএনপির যে কোন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে কোন ধরণের বাঁধা প্রদানের চেষ্টা করা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। একতরফা ভোটের মাধ্যমে সরকার আবারও ক্ষমতা দখলের পায়তারা করছে অভিযোগ করে বক্তারা বলেন, ২০১৪ ও ২০১৮র পুনরাবৃত্তি আর এ দেশে ঘটবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দেয়া মাত্র সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত যুদ্ধ শুরু হবে।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহীর, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়কবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খান জুলফিকার আলী জুলু, সৈয়দা রেহানা ঈসা, কাজী মাহমুদ আলী, মোল্লা মোশারফ হোসেন মফিজ, আবুল কালাম জিয়া, শেখ তৈয়েবুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, পাইকগাছা উপজেলা বিএনপি সভাপতি ডাঃ আব্দুল মজিদ, মহানগর শ্রমিক দল সভাপতি মুজিবর রহমান, জেলা কৃষক দল সভাপতি মোল্লা কবির হোসেন, মহানগর কৃষক দল সভাপতি আকতারুজ্জামান সজীব তালুকদার, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন।
সমাবেশের শুরুতে পবিত্র কোনআন তেলাওয়াত করেন ওলামা দল নেতা হাফেজ জাহিদুর রহমান। এদিকে সমাবেশ শুরুর অনেক আগে থেকে এবং সমাবেশ চলাকালে মহানগরী ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের একের পর এক বিশাল বিশাল মিছিল এসে কর্মসূচিতে যোগ দেয়।