খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

ঈদের পরে কমলো সোনার দাম

গেজেট ডেস্ক 

ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (১১ মে) থেকে এ দাম কার্যকর হবে। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে এ দাম সমন্বয় করার কথা জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ান মার্কেটে সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে ৬ হাজার ৫৬০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম সোনা ৬ হাজার ২৬০ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনা ৫ হাজার ৩৭০ টাকা এবং সনাতন সোনার দাম প্রতি গ্রাম পড়বে ৪ হাজার ৪৭৫ টাকা।

এর আগে ২৫ এপ্রিল ঈদের আগে বাজারে ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ সময় ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৬ হাজার ৬৬০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল ৬ হাজার ৩৬০ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ৪৫০ টাকা এবং সনাতন সোনার দাম ছিল প্রতি গ্রাম ৪ হাজার ৫৫০ টাকা।

প্রতি ভরি স্বর্ণের দাম

নতুন দাম
২২ ক্যারেট: ৭৬ হাজার ৫১৬ টাকা।
২১ ক্যারেট: ৭৩ হাজার ১৭ টাকা।
১৮ ক্যারেট: ৬২ হাজার ৬৩৬ টাকা।
সনাতন: ৫২ হাজার ১৯৬ টাকা।

আগের দাম
২২ ক্যারেট: ৭৭ হাজার ৬৮২ টাকা।
২১ ক্যারেট: ৭৪ হাজার ১৮৩ টাকা।
১৮ ক্যারেট: ৬৩ হাজার ৫৬৯ টাকা।
সনাতন: ৫৩ হাজার ৭১ টাকা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!