ডলার বাজার স্থিতিশীল থাকার কারণে বাজার ভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আহসান এইচ মনসুর বলেন, ডলার রেট বাজার ভিত্তিক করার জন্য অপেক্ষা করেছি। এখন আমাদের বাজার ভিত্তিক করার সময় এসেছে। তার মানে যেকোনো দামে কিনবে তা হবে না।
গভর্নর বলেন, ডলার রেট এখন যে জায়গায় আছে। তার আশে-পাশেই থাকবে। ১৪০-১৫০ হবে এটা যুক্তি নেই। বাংলাদেশের ডলার রেট এদেশের নিয়ম অনুযায়ী ঠিক হবে না। অন্যদেশের কথায় এখানে ডলার রেট ঠিক হবে না। বাজারে ডলারের যথেষ্ট সরবরাহ আছে।
খুলনা গেজেট/এএজে