চলতি মে মাসের প্রথম ১০ দিনে দেশে ৯০ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার ২১ কোটি টাকার বেশি। এই হিসাবে গড়ে প্রতিদিন ৯ কোটি ৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মে মাসের প্রথম ১০ দিনে দেশে ৯০ কোটি ৩৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ কোটি ৯০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
এছাড়াও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।
এর আগে গত মার্চে দেশের ইতিহাসে যেকোনো এক মাসের চেয়ে সর্বোচ্চ রেমিট্যান্স (৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) এসেছিল। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। এছাড়া সবশেষ গত এপ্রিলে দেশে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ১৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
খুলনা গেজেট/এএজে