খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইস্টার্ণগেট ট্রিপল মার্ডারের আসামী রহিম আকুঞ্জি ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

নগরীর ইস্টার্ণগেট এলাকায় ট্রিপল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামী রহিম আকুঞ্জিকে ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম ১০ দিনের রিমান্ড শুনানীর প্রেক্ষিতে এ আদেশ দেন। হত্যাকান্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি; গ্রেফতার করা সম্ভব হয়নি মূল আসামী শেখ জাকারিয়া ও তার ভাই মিল্টনকে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই লুৎফুল হায়দার বলেন, এজাহারভুক্ত আসামী আঃ রহিম আকুঞ্জিকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গ্রেফতারকৃত জাফরীন হাসানের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে; পরে আরমান ও জাহাঙ্গীরকে রিমান্ড শুরু হবে। এ পর্যন্ত এজাহারভুক্ত চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।অন্যদিকে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত্ব, গত ১৬ জুলাই রাতে ইস্টার্ণগেটের মশিয়ালী এলাকায় ঘাতকদের গুলিতে ঘটনাস্থলে নজরুল ইসলাম ও গোলাম রসুল নিহত হন। পরে সাইফুল ইসলামও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওইদিন রাত ২টারদিকে ক্ষুব্ধ অপরপক্ষের গণপিটুনিতে শেখ জাকারিয়ার সহযোগী জাহিদ শেখ নিহত হন। ট্রিপল মার্ডারের এঘটনায় নিহত সাইফুলের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা (যার নং-২২, ১৮-০৭-২০২০ইং) দায়ের করেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!