ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান ছিল ৩৫১। শন উইলিয়ামস-সিকান্দার রাজারা এবার সেই রেকর্ড শুধু ভাঙলেন-ই না, গড়লেন নতুন ইতিহাস। ওয়ানডে ক্রিকেটে সপ্তম দল হিসেবে ৪০০ রানের মাইলফলক ছুঁয়েছে জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের ঝুড়িতে যেই রেকর্ড নেই সেটা ছুঁইয়ে ফেলল গতবার বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে।
আঘাত যেন শক্তিশালী করেছে জিম্বাবুয়ে। গত বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলটি আক্ষেপে পুড়েছে অনেকটা সময় ধরে। এবারের বিশ্বকাপ বাছাইয়ে সেই আগুনই যেন উগড়ে দিচ্ছেন রাজা-উইলিয়ামসরা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরের ম্যাচেই চারশোর্ধ রান করেছে জিম্বাবুইয়ানরা।
হারারে স্পোর্টস ক্লাবে সোমবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪০৮ রান করেছে জিম্বাবুয়ে। জবাবে ব্যাটিংয়ে নেমে ১০৪ রানেই গুটিয়ে গেছে আমেরিকানরা। ৩০৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে শন উইলিয়ামসের দল। ওয়ানডে ক্রিকেটে এটা দ্বিতীয় বৃহত্তম জয়। সবচেয়ে বড় জয়টাও এসেছে চলতি বছরই। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি বছরের জানুয়ারিতে ৩১৭ রানের জয় পেয়েছে ভারত।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন জিম্বাবুয়ের ওপেনাররা। দুই ওপেনার জয়লর্ড গাম্বি ও ইনোসেন্ট কাইয়া ওপেনিং জুটিতে ৫৬ রান করেন। তবে জিম্বাবুয়েকে বড় সংগ্রহের পথ দেখান শন উইলিয়ামস। দ্বিতীয় উইকেটে নবাগত গাম্বিকে নিয়ে গড়েন ১৬০ রানের জুটি। ৬৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে ১৭৪ রান করে ফেরেন উইলিয়ামস। গাম্বির ব্যাট থেকে এসেছে ৭৮ রান। সিকান্দার রাজা করেন ২৭ বলে ৪৮ আর রায়ান বার্ল খেলেন ১৬ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংসে। তাতে ৪০৮ রানে থামে জিম্বাবুইয়ানদের ইনিংস।
লক্ষ্যতাড়ায় নেমে কোনো প্রতিরোধই দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। অভিষেক পারাকার এবং কেঞ্জিগে ছাড়া কেউই পেরোতে পারেননি ২০ রানের ঘর। ১০৪ রানে অলআউট হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তারা। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা এবং সিকান্দার রাজা। একটি করে উইকেট পেয়েছেন ইভান্স, জংউয়ে এবং বার্ল।
খুলনা গেজেট/এমএম